কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর শহরের নতুন বাজার এলাকায় বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজি রানা, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনসহ প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে কয়েক গজ সামনে এগোলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় মিছিল থেকে আটক করা হয় জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ৮ নেতাকর্মীকে। পরে তাদেরকে কোতোয়ালী মডেল থানা হাজতে নেয়া হয়।
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ অভিযোগ করে বলেন, ''শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। এসময় আমাদের চারজন কর্মী আহত হয়েছেন।''
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, বৃহস্পতিবার রাতভর পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক হয়েছে। এদের মধ্যে ২২ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব