দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে ওয়াজেদ বেল্লাল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটেছে। বিরামপুর রেল স্টেশনের অদূরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানায়।
ওয়াজেদ বেল্লাল (২০) নওগাঁ জেলার আত্রাই থানার আহসানগঞ্জ এলাকার আব্দুস সাত্তারের পুত্র ও স্থানীয় মোল্লা আজাদ ডিগ্রি কলেজের অনার্সের ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগনালের কাছে রাজশাহী থেকে পার্বতীপুরগামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হিলি জিআরপি তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে রেল মর্গে পাঠিয়েছে। বিরামপুর রেলওয়ে স্টেশন মাষ্টার এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল