বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপি। মিছিল শেষে একজনকে আটক করে তারাকান্দা থানা পুলিশ।
শুক্রবার দুপুরে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, জুয়েল মিয়া, শাহজাহান, আশরাফুল, শরীফ প্রমূখ। পরে তারাকান্দা উপজেলা ছাত্রদল নেতা মির্জা পলাশ বেগকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন