প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলায় শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীষ চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ এলিয়াছ হোসেন, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী মেলায় বিষয়ভিত্তিক ৫টি প্যাভিলিয়নে ৫১টি স্টলের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। মেলায় ই-সেবা, ডিজিটাল সেন্টার, জেলা ব্রান্ডিং, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, রুরাল ই-কমার্স, তরুণদের উদ্ভাবন ইত্যাদি স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল