পদোন্নতিসহ ছয় দফা দাবি আদায়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কুমিল্লা জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুমিল্লা টাউন হল সম্মেলন কক্ষে দাবি আদায়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কুমিল্লা। এসময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি কামাল উদ্দিন।
প্রতিনিধি সম্মেলনে সমিতির কুমিল্লা জেলা সভাপতি নীলিমা শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সাবিহা মরিয়ম শান্তা, কার্যকারী সভাপতি ফিরোজ আহাম্মেদ, সহ-সভাপতি নাজনীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ছামদানী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ শফিউল বাশার, সমিতির কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আদর্শ সদর উপজেলার জহিরুল হক ভূঁইয়া, দেবিদ্বারের হোসনেয়ারা বেগম, আবুল বাশার, বরুড়ার তরিকুল ইসলাম ও সদর দক্ষিণের বাহুল চন্দ্র সিংহ প্রমুখ।
সম্মেলনের বক্তারা বলেন, চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ জরুরি দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে। পদোন্নতিসহ ছয় দফা দাবি আদায়ে তারা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় বেধে দিয়েছি। এর মধ্যে যদি ছয় দফা দাবি আদায় না হয়, তাহলে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা আন্দোলনে মাঠে নামতে বাধ্য হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন