বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলা শহরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশি বাধার কারণে উপজেলা বিএনপির সভাপতির নিজ বাসভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নেত্রী আজ জেলখানায় বন্দি। মিথ্যা মামলায় জড়িয়ে আজ দেশকে বাকরুদ্ধ করেছে, জাতিকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আজ আমাদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে দিচ্ছে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ড. টিএম মাহবুবর রহমানসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত