নিখোঁজের চারদিন পর মাদ্রাসায় পড়ুয়া আফিয়া আক্তার পাপিয়া (১৭ ) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাদ্রাসা ছাত্রী আপিয়া আক্তার পাপিয়া দেবই কাজিরবাগ আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে বীর হাটাব এলাকার মো. হাসিব রাজের মেয়ে।
এ ব্যাপারে নিহতের পরিবার মুখ খুলছে না। স্থানীয়রা জানায়, নিরপত্তার কথা ভেবে শিক্ষার্থীর পরিবার মুখ খুলছে না ।
ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইন্সেপেক্টর) সেলিম রেজা শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, গত রবিবার ফজরের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে পাশ্ববর্তী গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিক্ষার্থীর পরিবার লাশ দেখে সনাক্ত করেন।
এদিকে শিক্ষার্থীর বড় ভাই ইয়াদুল রাজ বলেন, রবিবার ফজরের সময় তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে ফিরে আসেনি। এ ঘটনায় পরের দিন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে কত্যর্বরত ডিউটি অফিসার সাধারণ ডারেয়ি নিতে অনীহা প্রকাশ করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার মামলা করতে অনীহা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহতের ঘটনার মোটিভ জানতে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার