বরিশালের উজিরপুর উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইদ্রিস মোল্লার নির্যাতনে সপ্তম শ্রেণির এক ছাত্র রক্তাত্ব জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্র মো. রাসেল খানকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত রাসেল শোলক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আফজাল খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা ইদ্রিস মোল্লা বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ধর্ম বিষয়ের উপর পাঠদানের সময় ক্লাসের ছাত্র বাপ্পীকে একটি প্রশ্ন করলে সে উত্তর দিতে পারেনি। তাৎক্ষণিক মেধাবী ছাত্র মো. রাসেল ওই প্রশ্নের উত্তর দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ধর্ম শিক্ষক ইদ্রিস মোল্লা দেয়ালে রাসেলের মাথা ঠুকে আহত করে। এতে তার মাথা ও কান রক্তাক্ত যখম হয়। আহত ছাত্র ও তাদের সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।
অভিযুক্ত ধর্মী শিক্ষক তার কৃত কর্মের জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন সরদার এক ছাত্রকে মারধরের সত্যতা স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটিকে নিয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিসার মো. শহীদুল হক জানান, কোন ছাত্রকে মারধর করা যাবে না। সংশ্লিস্ট অভিভাবক অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার