সাতক্ষীরায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম সাকিব হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। খুনিদের ফাঁসির দাবিতে শোক র্যালী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এদিকে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে দাবী করেছে পুলিশ। হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রনি সাতক্ষীরা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ বেলা ১২ টার দিকে পুলিশ লাইন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা শহরে শোক র্যালী করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে খুনিদের ফাঁসি দাবি করেছে। সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আমিনা হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মীর রফি উল্লাহ ইসলাম, আব্দুর রহিম, দশম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম ইমন, বুশরা মনজু, শিক্ষক ইমরান ফকির, রবিউল ইসলাম, রহিমা খাতুন, রাশেদ খান, মনোয়ারা বেগম, ফিরোজা খাতুন, মীর আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা এসময় সাকিব হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান। সাকিব হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। এসময় সাতক্ষীরা-আশাশুনি সড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৩ ফেরুয়ারি সাতক্ষীরার বকচরায় মাদ্রাসায় মাফিল শুনে রাত ১০ টার দিকে বাড়ি ফিরার পথে কামালনগর কলোনির আব্দুল কাদের ও একই এলাকার রনির সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণির ছাত্র সাকিব, রাশেদ ও অমিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি,কাদের,শান্তসহ তাদের কয়েকজন সঙ্গী গাছের ডাল দিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সাকিব ও রাশেদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানেই সাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ওই রাতেই অভিযান চানিয়ে রনি সরদারসহ ৭ জনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত রনি সরদার সাতক্ষীরা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার