ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি টিয়ারশেল ও ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটির আহ্বায়ক আবুল খায়ের সমর্থকরা যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের নেতেৃত্বে পৌর সদরে একটি মিছিল বের করে। মিছিলটি প্রতিহত করতে সাবেক কমিটির আহ্বায়ক মতিউর রহমানের নেতৃত্বে তার সমর্থকরা পাল্টা মিছিল বের করে। এসময় মুক্তিযোদ্ধা মোড় এলাকায় এসে উভয় গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষের ফলে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দেলুয়ার জাহান মামুন ও সুজনকে মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ফলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমান জানান, বর্তমান যুবলীগ কমিটিতে জামায়াত বিএনপির লোকজন থাকায় আওয়ামী লীগের লোকজন তা মানতে পারেনি। তাই এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের কারণে ১২টি টিয়ারশেল ও ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব