বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন বলেছেন, দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। তাই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও ভেদাভেদ ভুলে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এক হতে হবে। আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।
আজ বিকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হেসেন এমপি সভাপতিত্বে দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তবে শেখ হেলাল এমপি আগামী ৩ মার্চ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভা যোগ দিতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন বলেন, এতিমদের টাকা চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দুর্নীতি বিষয়টি আজ প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ স্থান করে নেবে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ। সভায় আগামী ৩ মার্চ খুলনা সার্কিট হাউজে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার