রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সোহেল রানা নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। সোহেল মতিহারের বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে।
আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খড়খড়ি বাইপাস মোড়ে মাছ নামিয়ে দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের সাইকেলকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান। জমসেদ আলী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রাজশাহীর মতিহার থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান