ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা পরিষদের ৫’শ আসন বিশিষ্ট অডিটরিয়ামের জন্য নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গফরগাঁও থানা পুলিশ। আহতরা হলেন আনোয়ার, নাজিম উদ্দিন, আজহার, বিপুল, আলমগীর, আজাহার।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অডিটরিয়ামের ছাদ ঢালাই চলাকালে একাংশ ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা