নেত্রকোনার মোহনগঞ্জে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্র আশরাফুল আলমের (২২)। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম নেত্রকোনা সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অবুয়ারচর গ্রামের আলতু মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আশরাফুল বাসস্ট্যান্ড এলাকায় আশরাফুলের ছোট খেলতে খেলতে এক পর্যায়ে রাস্তার মাঝখানে চলে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রাকের ধাক্কায় প্রাণ হারান। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আশরাফুলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত