সিরাজগঞ্জ পৌরসভার শহীদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন শহিদগঞ্জ এলাকার আব্দুল মতিন (৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসিন্দা সবুজ (৩১)।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম প্রায় ৪০ লাখ টাকা। মতিন ও সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা