লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার দাবিতে গ্রামজুড়ে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মাছিমনগর এলাকার মাসুম শাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। মিছিলে আশপাশের বেশ কয়েকটি মসজিদের মুসল্লিরা অংশ নেন। পরে মিছিলটি গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদী হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন।
এর আগে উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।
এদিকে অভিযুক্ত এক নারীকে আটক করলেও অন্যদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জেলাব্যাপী সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল