ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা পরিষদের নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ধসে জাহান আলী (২৩) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আরো ৯ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামে।
শুক্রবার সকালে উপজেলার কেবি ঈসমাইল রোড ডাক বাংলো চত্বর সংলগ্ন ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৫’শ আসন বিশিষ্ট নির্মাণাধীন অডিটোরিয়ামটির ছাদ ঢালাই চলাকালে একাংশ ধসে পড়ে এ ঘটনা ঘটে। ৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দ্বিতল অডিটোরিয়ামের নির্মাণ কাজ চলছিল।
জেলা পরিষদের সচিব বনানী বিশ্বাস জানান, এ ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দোতলার ছাদ ঢালাইয়ের সময় অতিরিক্ত শ্রমিকের ভার বহন করতে না পেরে ধসে পড়ে। তবে স্থানীয়রা জানান, নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ, কাঠের স্বল্পতা এবং নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে হঠাৎ ধসে পড়ে নিহত ও আহতের ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান বলেন, নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন