টাঙ্গাইলে জমি অধিগ্রহণের টাকা না দিয়ে খনন কাজ শুরু করায় আন্দোলন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সকালে থেকে বিকাল পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার যমুনা নদী থেকে নিউ ধলেশ্বরী নদী খনন প্রকল্পের মুখ পথে শত শত মানুষ লাঠি হাতে এ আন্দোলনে নামে। যমুনা নদীর পারে এ আন্দোলনে এলাকার শিশু থেকে সকল বয়সীরা অংশ নেয়।
আন্দোলনে জমির মালিকরা জানান, তাদের ফসলি জমি সরকার চাইলে নিতে পারে। কিন্তু টাকা পরিশোধ না করে কোনভাবেই সরকার জমি নিতে পারে না। তারা অভিযোগ করে বলেন, জমি অধিগ্রহণের টাকা ২০১৭ সালে দেয়ার কথা বলা হলেও এখনও কোন টাকা পাননি জমির মালিকরা। জমির টাকা দিয়ে কাজ শুরু করার দাবি জানান এলাকাবাসী।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল