বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জেলা সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত জেলা সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত দিনাজপুরের নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। শোভাযাত্রার নেতৃত্ব দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম।
সম্মেলন উদ্বোধন করেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি। পরে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় উদীচীর পরিচালনায় নৃত্যানুষ্ঠান। পরে বিকালে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহিলা পরিষদের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল