বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং সরকার প্রধান শেখ হাসিনা। কারণ তিনি সৎ, কর্মঠ সরকার প্রধান, বিশ্ব মানবতার নেতা, মাদার অব হিউম্যানিটি, মানবতার জননী। নির্যাতিত, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। ৭১ সালে ভারতের মহান নেত্রী ইন্দিরা গান্ধী নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্ব নন্দিত হয়েছিলেন। তেমনি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সাহসী ও ঐতিহাসিক অবস্থান নেয়ায় তিনি বিশ্বে মানবতার নেতা, মানবতার জননী, মানবদরদী।
তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনগণকে উপলব্ধি করেছেন, জনগণের ভাষা বুঝেন। জনগনের ভোটের অধিকার ভাতের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশকে শান্তিময় করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাই করেছেন। বিভিন্ন সরকারের আমলে দেশে মঙ্গা ছিল। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর চাল আমদানি করতে হয় না, বিদেশে খাদ্য রপ্তানী করছে সরকার। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে এগিয়েছে দেশ।
তিনি বলেন, ১৯৩টি রাষ্ট্র স্বীকার করেছেন উন্নয়ন করতে হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। উন্নয়ন হয়েছে লিবিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কিন্তু সেখানে মানুষের অধিকার নেই। একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “জনগণের ক্ষমতায়ন” জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। জনগণের ক্ষমতায়ন সারাবিশ্বের শান্তিকামি মানুষের অর্জন। এটি যুবলীগের গবেষক দলের দীর্ঘদিনের গবেষণা কর্ম- যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভাবনা, চিন্তা-চেতনার ফসল।
শুক্রবার দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ। জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, প্রশিক্ষন সম্পাদক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সা: সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুবলীগনেতা আহমেদুর রহমান বিপ্লব, ফিদা হাসান টিটো, মোস্তাফিজুর রহমান ভুট্টো, জিল্লুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন