পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধের দোকানসহ ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে কলাপাড়া শেখ কামাল সেতুর নিচে হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুই ইউনিনেট সদস্যরা প্রায় ঘণ্টাঘানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ কামাল সেতুটি হুমকির মুখে পড়েছে। ওই সেতুটি নিচে পুড়ে যাওয়া দোকানগুলোর অবস্থান ছিল। ফলে স্থানীয়দের অভিমত শুধু দোকানগুলোই ক্ষতি হয়নি। সেতুটিতে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. মিলন মিয়া জানায়, জুমার নামাজের আযানের পর বিদ্যুৎ চলে যায়। নামাজের সময় হওয়ায় লন্ড্রি মালিক মো. কাঞ্চন মিয়া লন্ড্রির স্ত্রিরী (আয়রন) চালু রেখে নামাজ পড়তে যায়। এর পরই তার দোকান থেকে আগুন মুহূর্তে আশপাশের সকল দোকানে ছড়িয়ে পরে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার মো.মজিবুর রহমান জানান, আমতলী ও কলাপাড়া ফায়ারসার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কাঞ্চন মিয়ার লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল