প্রাচীরের ভেতর থেকে ক্রিকেট বল আনতে গিয়ে প্রাচীর ধসে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে রিমন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাতে রিমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার আব্দুস সহিদের ছেলে ৮ম শ্রেণির ছাত্র রিমন মিয়া ও শাহ হেলাল মিয়ার ছেলে তানিমসহ কয়েকজন একটি প্রাচীরে উঠে বল আনতে যায়। এসময় প্রাচীর ধসে পড়লে দু’জন গুরুতর আহত হয়।
সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার