নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে আবদুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। জানা যায়, উপজেলার সেন্টার বাজারের চরবাটা-সোনাপুর সড়কে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও বাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুর রহমান মারা যান। আহত হন পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার