চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ঘর পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিক ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন