ঠাকুরগাঁওয়ে বিএনপি’র গণস্বাক্ষর অভিযানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গণস্বাক্ষর অভিযান সফল করতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আমিনের নেতৃতে শহরের দলীয় কার্যালয় থেকে বের হন নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বাক্ষর নিতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বেশকিছু মানুষের স্বাক্ষর নিয়ে ফিরে যান নেতাকর্মীরা। গণস্বাক্ষর অভিযানে পুলিশ বাধা দিলে দলের সাধারণ সম্পাদক পুলিশকে উদ্দেশ্য করে অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিুপূর্ণ কর্মসূচিতেও পুলিশের বাধা প্রদান করা উচিত নয়। এরপরও পুলিশ কার্যক্রম পরিচালনা করতে না দিলে দলীয় কার্যালয়ে ফিরে যান নেতাকর্মীরা।
গণস্বাক্ষর অভিযানে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুনবী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব