শেখ হাসিনার বার্তা “নারী পুরুষ সমতা” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মনোয়ারা বেগম এমপি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-সচিব শাহনওয়াজ দিলরুবা খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুমা খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের ছাত্রী, এনজিও প্রতিনিধি ও জেলা আওয়ামী মহিলা লীগের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন