নেত্রকোনার কলমাকান্দায় রেজাউল করিম (২৮) নামের এক ব্যক্তিকে ৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে তাকে উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল বলে জানান কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান।
আটক রেজাউল কলমাকান্দা সদরের ঘোষ পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব