বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শনিবার ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়।
এসময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডাঃ আনোয়ারুল হক, সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার সহ অন্যান্যরা। পরে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন