নোয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বার লাইব্রেরী মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যোগ দেয়ার সময় ছাত্রদল সভাপতিসহ তিনজনকে আটক করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শহজাহান, জেলা সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়। গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
কর্মসূচিতে অংশ নিতে আসার সময় জর্জকোট সামনের সড়ক থেকে নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ তিনজনকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা