নোয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে নোয়াখালী বার লাইব্রেরী মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচীতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: শহজাহান, জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আ্যাডভোকেট আবদুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়।
গণস্বাক্ষর কর্মসূচীতে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
এ সময় বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচীতে অংশ নিতে আসার সময় জর্জকোট সামনের সড়ক থেকে নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ ৩ জনকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন