সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে জেলা বিএনপির অফিসের সামনে গণস্বাক্ষর শুরু করেছে জেলা বিএনপি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির গণস্বাক্ষর কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, গাজি আজিজুর রহমান দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, মিলন হক রনজু।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন