বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডে জেলা কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, আহসানুল তৈয়ব জাকির, লাভলী রহমান, আলী আজগর হেনা, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবী সালাম, আবুল বাশার, আব্দুল ওয়াদুদ, আব্দুল হামিদ মিটুল, এসএম রফিকুল ইসলাম, রেজাউল করিম বাদশা, নাজমা আক্তার, আলীমুর রাজি তরুন, স্বেচ্ছাসেবক দলের মাহমুদ শরীফ মিঠু, মাহবুব হাসান লেমন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ ও শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন