শরীয়তপুরের সদর উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাত সন্দেহে দোলোয়ার হোসেন খান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করার হয়েছে। শনিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
সদর থানার পুলিশ ওই লাশের সুরতাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপ পরিদর্শক গুলজার আলম বলেন, সদর উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে রাত দুইটার দিকে ওই গ্রামে যাই। গ্রামের একটি বাগানে রক্তাক্ত এক যুবকের দেহ পড়ে থাকতে দেখি। বাগানটি গ্রামবাসী ঘিরে রেখেছে। তখন দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা হয়। সকালের দিকে তার মৃত্যু হয়। ওই যুবকের দুটি চোখ উৎপাটন করা ছিল। শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব