বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের অপসারণ ও ইনস্টিটিউট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।
শনিবার দুপুেরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মেরিন টেকনোলজির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। যে কারণে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি খুলে দেয়াসহ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের অপসারণের দাবি জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী মাহমুদ শিমুল, খালিদ হাসান বাপ্পি, আবু নোমান, আব্দুল্লাহ সবুজ, শহিদুল ইসলাম রাতুল, প্রান্ত চন্দ্র, আশিক মল্লিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব