বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এসকেন্দার আলীর সভাপতিত্বে ও সাগঠনিক সম্পাদক মোজাফ্ফার রহমান আলমের পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাহিদুল আসলাম শান্ত, আবুল কালাম আজাদ বুলু, অধ্যাপক ইসমাইল হোসেন, জিল্লুর রহমান, মহিলাদল নেত্রী আসমা আজাদ, তাসলিমা বেগম, অধ্যাপক নারগীস আক্তার লুনা, সালমা আক্তার প্রমুখ। পরে কর্মসূচিতে উপস্থিত সবাই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা' প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্বাক্ষর করেন।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল