ছুটির দিনে মাসব্যাপী শুরু হওয়া দিনাজপুর বাণিজ্য মেলায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবারের বাণিজ্য মেলায় স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের সিলিফার, সাম্পান, নাগরদোলা, সুইন চেয়ার, বেবী ট্রেন, গুলার, ব্যাটারী চালিত গাড়ির বিনোদনের আয়োজন ছাড়াও ১০০টি স্টল রয়েছে।
বিনোদন রাইড ছাড়াও পোশাক, চামড়াজাত পণ্য, পোল্ট্রিসহ দিনাজপুরের পাপঁড়, কাঠারীভোগ চাল-চিড়াসহ বিভিন্ন স্টল সকলকে আকৃষ্ট করেছে। বিকাল থেকে মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ঐতিহাসিক বড় ময়দানে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। মেলার উদ্বোধনী দিনে প্রায় ১০ হাজারেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল