খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে পৃথকভাবে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের উত্তর তেমুহনীর এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণস্বাক্ষরে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ছায়েদুর রহমান ছুট্টু, হারুনুর রশিদ ব্যাপারী, হাসিবুর রহমান, যুবদল নেতা রেজাউল করিম লিটন, খালেদ মোহাম্মদ আলী কিরন, সৌরভ হোসেন ভূলু, শামছুল আহসান মামুন প্রমুখ।
এদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি’র অপর একটি অংশ একই কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট সৈয়দ শাসছুল ইসলাম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূইঁয়া, যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন, ছাত্রদল নেতা হারুনুর রশিদ, মাহবুবুর রহমান মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল