বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। আজ সকালে ভেলানগর বাজার এলাকায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
এ সময় খালেদা জিয়ার মুক্তির স্বপক্ষে বিভিন্ন মত তুলে ধারা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্ণেল জয়নুল আবেদিন, জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল