বরিশালের হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামে খাট থেকে নিচে পড়ে নাফিসা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নাফিসা ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, ওই রাতে নাফিসাকে ঘুমন্ত অবস্থায় বাসায় রেখে তার মা পাখি বেগম বাইরে বের হন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘুম থেকে জেগে ওঠে নাফিসা। অন্ধকারে ভয় পেয়ে বিছানা থেকে উঠে বাইরে বের হওয়ার সময় খাট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় সে। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিপ্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: