সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা জেলা বিএনপি গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেছে।
বিএনপির দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী মাগুরা জেলা বিএনপি গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেছে।
শহরের জেলা পাড়ায় গণ স্বাক্ষর উপলক্ষে সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলী, খান হাসান ইমাম সুজা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো,সাবেক পৌর মেয়র ইকবাল আকতার কান কাফুর, সদও উপজেরঅ ভাইস চেয়ারম্যান এ্যাভোকেট তানজিরা রহমান, এ্যাভোকেট শাহেদ হাসান টসর এ্যাভোকেট মিজানুর রহমান, এ্যাভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, এ্যাভোকেট সাখাওয়াত হোসেন, কুতুব উদ্দিন, ফারুক আহমেদ বাবুল, এ্যাভোকেট মুন্সী হাফিজুর রহমান বাবলু, আবুল কালাম আজাদ, প্রমূখ। গণ স্বাক্ষর কর্মসুচিতে কয়েক শত নেতাকর্মী অংশ নেয়।
এসময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক দাবি করে তীব্র নিন্দা জানিয়ে অবিলন্বে সাজা বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর