বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে শহরের টেপাখোলায় জেলা মৎসজীবী দলের কার্যালয়ে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আজম খান, অ্যাডভোকেট গুলজার হোসেন ও মাজেদ মিয়া, দপ্তর সম্পাদক খায়রুল আনাম, শাহিন হক, জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক বিএম রায়হান, জাহিদ খান, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
গণস্বাক্ষর অভিযান উদ্বোধনকালে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে শাহজাদা মিয়া বলেন, খালেদা জিয়া ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর