ঝিনাইদহ সদর উপজেলার কলমখালি গ্রামে অভিযান চালিয়ে র্যাব ৪৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আটককৃতের নাম নাজির উদ্দিন মন্ডল (৩০)। সে সদর উপজেলার কলামনখালী উত্তর পাড়া গ্রামের কাউছার আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৩টার দিকে র্যাব সদর উপজেলার কলমনখালি গ্রামের একটি মুদি দোকান থেকে মাদক ব্যবসায়ী নাজির উদ্দিনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একই গ্রাম থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনের একটি মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান