১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:২৯

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি জেলা সদরে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় (৪২)। 

শনিবার  জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে সে নিহত হয়। দীলিপ কুমার চাকমা পানছড়ি উপজেলার পূজগাং মুনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।

ইউপিডিএফ(প্রসিত) গ্রুপের মুখপাত্র নিরন চাকমা বলেন, নব্যসৃষ্ট মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সন্ত্রাসীরা দীলিপ কুমার চাকমাকে গুলি করে হত্যা করেছে। সে সাংগঠনিক কাজে রাঙাপানি ছড়া এলাকায় অবস্থান করছিল।   

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সদস্য সচিব জলেয়া চাকমা জানান, ইউপিডিএফর অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হতে পারে। এর সাথে ইউপিডিএফ গণতান্ত্রিকের কোন সম্পৃক্ততা নাই।
 
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে গিয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ গণতান্ত্রিক আত্মপ্রকাশের পর ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার পর ইউপিডিএফ(প্রসিত) গ্রুপের দুইজন নিহত হয়েছে। এছাড়া গত ২৬ জানুয়ারি খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় শান্তিময় চাকমা নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ গণতান্ত্রিক গ্রুপকে দায়ী করে আসছে।

বিডিপ্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর