নাটোরের বড়াইগ্রামে ৬০০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাবনার চাটমোহর উপজেলার মোঃ আফজাল হোসেনের ছেলে।
শনিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোনাইল বাজার এলাকা থেকে নিজামকে গ্রেফতার করে পুলিশ।
বড়াইগ্রাম থানার এসআই মামুন হোসেন জানান, জোনাইল বাজার এলাকায় নিজামের শরীর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় জোনাইলে কয়েকজন ব্যক্তি ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসার সাথে জড়িত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন