মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুকের বাড়ির গেট থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ সকাল আটটার দিকে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমাটি উদ্ধার করে পুলিশ।
চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। সকালে প্রতিবেশীরা বাড়ির গেটের গ্রিলের ভেতর বোমাটি দেখতে পেয়ে আমাকে খবর দেন। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে বোমাটি উদ্ধার করেছে। তবে কে কী কারণে বোমাটি রেখেছে জানিনা।
এ তথ্য নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, বোমাটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল