দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় আতিয়া বেগম নামে এক হোমিও ডাক্তার নিহত হয়েছে।
সোমবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার কলাবাগানের মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহত আতিয়া বেগম (৩২) বিরামপুর উপজেলার জোত জয়রামপুর গ্রামের মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীনের মেয়ে।
এলাকাবাসির বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে নিহত আতিয়া বেগম জয়নগর পল্লী বিদ্যুৎ অফিসের দোকানের বিদ্যুৎ বিল পরিশোধ করে ইজিবাইকে করে ফেরার পথে কলাবাগান মোড়ের কাছে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি আব্দুর সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন