'নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্র থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবাসন কেন্দ্রে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কানিজ মোস্তফা, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, বাগেরহাট প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা শামিম হাসান, উদয়ন বাংলাদেশ-এর পরিচালক আসাদুজ্জামান শেখ, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।
অটিজম আক্রান্ত ব্যাক্তিদের অবহেলা না করে তাদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে নিরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট থেকে ১৫ জন অটিস্টিক ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম