'নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়া নানা কর্মসূচি পালন করেছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন প্রমুখ।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম খাঁন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম