বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের কৃষক নেতা শাহিন শেখ হত্যা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি গ্রামের ছলেমান শেখের ছেলে কবির শেখ (৩৬) ও খেরাজ উদ্দিন শেখের ছেলে জিল্লুর রহমান শেখকে (৫৪) আটক করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, কচুয়া উপজেলা তরমুজ চাষি সমিতির সভাপতি নিহত শাহিন শেখের বাবা আ. গফ্ফার শেখ রবিবার বাদী হয়ে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে সম্মানকাঠি এলাকা থেকে দুজনকে আটক করে। বাকী আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গত শনিবার রাতে শাহিন শেক কচুয়া উপজেলার বৈরাগীরহাট থেকে বাড়ি ফেরার পথে সম্মানকাঠি এলাকার শেরে বাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তির পরে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম