লিফলেটের দেওয়া অফার অনুযায়ী পণ্য সরবরাহ না করায় রাজধানীর মধুবাগ এলাকার ডেইলি শপিং সেন্টার নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার অধিদফতরের কারওয়ান বাজারস্থ কার্যালয়ে একটি অভিযোগের নিষ্পত্তি করে উপপরিচালক শাহীন আরা মমতাজ এই জরিমানার আদেশ দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, সাব্বির আহমেদ নামে এক ব্যক্তি গত ২ ফেব্রুয়ারি এই অভিযোগটি দাখিল করেন। অভিযোগে তিনি জানান, ডেইলি শপিং সেন্টারের একটি লিফলেটে ১৬৫ টাকা মূল্যের এক কেজি সার্ফএক্সেলের সঙ্গে ১৫ লিটার একটি বালতি ফ্রি দেওয়ার কথা। তবে সার্ফেএক্সেল ক্রয়ের পরে দেখা গেলো ১২ লিটারের বালতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ১ কেজি সার্ফেএক্সেল-এর দামও নেওয়া হয় ১৯৯ টাকা। এসব বিষয় উল্লেখ করে সাব্বির আহমেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দাখিল করলে উভয় পক্ষকে (অভিযোগকারী ও অভিযুক্ত ডেইলি শপিং সেন্টার) শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে সোমবার জরিমানার এই আদেশ দেওয়া হলো।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম